¡Sorpréndeme!

Durga Puja 2020: চিত্রশিল্পী বিকাশ ভট্টাচার্যের \'দর্পময়ী\' থেকে অনুপ্রাণিত বড়িশার মণ্ডপ

2020-10-19 1 Dailymotion

লকডাউনে পরিযায়ী শ্রমিকদের দুর্দশার সাক্ষী গোটা দেশ। বছরভর পরিশ্রমের পর কোলের সন্তান নিয়ে এক রাজ্য থেকে আরেক রাজ্যে পায়ে হেঁটে অতিক্রম করতে দেখা গেছে পরিযায়ী শ্রমিক (Migrant Workers) মায়েদের। কৃষ্ণনগরের শিল্পী পল্লব ভৌমিক এইভাবেই এবছর দেখছেন দেবী দুর্গাকে (Maa Durga)। তাঁর চোখে পরিযায়ী শ্রমিক যে মায়েরা কয়েক হাজার কিলোমিটার পথ পায়ে হেঁটে জয় করেছে তাঁরাই দুর্গা। এই ভাবনাই ফুটে উঠেছে তাঁর কাজে।

#DurgaPuja2020 #KolkatarSeraPuja #LatestLYBangla